সাইটের ব্যাকআপ রাখা যে কত জরুরী এটা তখনই বোঝা যায় যখন সাইট করাপ্ট হয়ে যায় বা সার্ভারের সব ডেটা হারিয়ে যায়, কিন্তু রিস্টোর করা যায় না কারন কোন ব্যাকআপ রাখা হয়নি। তখন জাস্ট মাথায় হাত দিয়ে কান্নাকাটি করা ছাড়া উপায় থাকে না।
লার্ন উইথ হাসিন হায়দার থেকে চলেন আজকে মাত্র এগারো মিনিটের এই টিউটোরিয়ালে কিভাবে ওয়ার্ডপ্রেস সাইটের ব্যাকআপ নিতে হয়, সেটা রিস্টোর করতে হয়, এবং চাইলে সেই ব্যাকআপগুলো এক ক্লিকে গুগল ড্রাইভে সেভ করে রাখা যায়, সেগুলো শিখিয়ে দেই। আর পুরো বিষয়টাই এত সহজ, এত সহজ, যে আপনি দেখার পরে ভাববেন কেন এতদিন আমার সাইটের ব্যাকআপ নেইনি।