নোডজেএস এবং JWT (জেসন ওয়েব টোকেন) দিয়ে একটা সিকিউরড এপিআই প্রজেক্ট তৈরী করা

অনেকেই মনে করে এপিআই প্রজেক্ট মানেই অনেক অনেক কঠিন কিছু। তারউপরে নোডজেএস হলে তো কথাই নাই। সাথে জেসন ওয়েব টোকেন? থাক আর করা লাগবে না! অথচ এগুলো সবই কিন্তু খুবই সহজ। চলেন “লার্ন উইথ হাসিন হায়দার” থেকে আমরা নোডজেএস দিয়ে একটা ছোট্ট এপিআই প্রজেক্ট তৈরী করে সেটা জেসন ওয়েব টোকেন বা JWT দিয়ে সিকিউর করে ফেলি 🙂

কেমন লেগেছে জানাবেন কিন্তু 🙂
https://learnwith.hasinhayder.com/