মেঘ দেখতে ইচ্ছে করে খুব, ছোটবেলার মত

আমি ছোটবেলায় কাজ না থাকলে বাসার ছাদে বসে থাকতাম ঘন্টার পর ঘন্টা। ঠিক সামনেই খুব প্রিয় একটা ইউক্যালিপ্টাস গাছ ছিল, বাতাসে তার দুলুনি ভাল লাগত খুব। মাঝে মাঝে ঘুড়ি ওড়াতাম – লাটাই ধরে বসে থাকতাম সকাল থেকে বিকাল পর্যন্ত। কয়েকদিন আগে মেজআপু নতুন বাসা নিল, অনেক খোলামেলা – অনেক আলো। আমার বাসা টা একদম বদ্ধ – আকাশ দেখা যায় না। সেদিন যখন আপুর বাসায় শুয়ে ছিলাম তখন কিযে ভালো লাগছিল মেঘ দেখতে। মনে হচ্ছিল যেন সেই ছোটবেলার মত বাসার ছাদে বসে আছি।

রাজশাহীতে অনেক স্মৃতি ফেলে এসেছি। ছোটবেলাটা খুব মিস করি। খুব ফিরে যেতে ইচ্ছে করে, খুব।