আমি এই বছরের একদম শুরুতে আমার ল্যাপটপ থেকে উইন্ডোজের শেষ চিহ্নটিও মুছে ফেলেছি। বেশ অনেকদিন ম্যানড্রিভা ব্যবহার করার পর মনে হল অন্যকিছু ট্রাই করে দেখা যেতে পারে। উবুন্তু ইন্সটল করে আমি রীতিমত মুগ্ধ।দারুন ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস, ডেবিয়ানের শক্তিশালী প্যাকেজ ম্যানেজার এবং দারুন সব ওপেন সোর্স (এবং ক্লোজ সোর্সড) প্যাকেজের বদৌলতে একবারের জন্যও মনেই হয়নি যে উইন্ডোজে আর ফেরার দরকার আছে। এছাড়া উইন্ডোজে আমার খুবই ফেভারিট কয়েকটি সফটওয়্যার ছিল (সেগুলোও ফ্রি) যেগুলোর লিনাক্স পোর্ট আমি পাইনি – তাই ওয়াইন ইন্সটল করে নিয়েছি সেগুলো চালানোর জন্য। নিচে আমার ফেভারিট প্যাকেজ গুলোর একটা লিস্ট করলাম – কারো কাজে লাগতেও পারে।
ফটোশপের বিকল্প হিসেবে ব্যবহার করছি জিম্পশপ
ইলাস্ট্রেটরের বিকল্প ইংকস্কেপ
সিডি/ডিভিডি রাইট করার জন্য কেথ্রিবি (k3b)
ওপেন অফিস – আমার ওয়ার্ড প্রসেসিং, স্প্রেডশিট এবং প্রেজেন্টেশন তৈরীর কাজে
ফাইলজিলা আমার ভাল লাগে না – তাই এসএফটিপির জন্য ব্যবহার করি উইনএসসিপি (WinSCP) এবং সাধারন এফটিপির জন্য টোটাল কমান্ডার
ভিডিও দেখার কাজে ভিএলসি প্লেয়ার
গান শোনার জন্য রিদমবক্স
চ্যাট করার জন্য পিজিন
ব্রাউজার হিসেবে কি ইউজ করি তা কি আবার বলা লাগবে? অবশ্যই ফায়ারফক্স এবং অপেরা
ডাউনলোড অ্যাকসেলারেটর হিসেবে মাল্টিগেট (Multiget)
কোডলেখার জন্য জিনি (Geany), জেন্ড স্টুডিও, নেটবিনস এবং এসপিকেট আইডিই (SPket IDE)
ইংলিশ টু ইংলিশ ডিকশনারীর জন্য ইউজ করি জালিংগো (Jalingo)
পেজমেকার হিসেবে স্ক্রাইবাস
সিএইচএম (CHM) ফাইল পড়ার কাজে এক্সসিএইচএম (xCHM)
পিডিএফ ফাইল পড়ার জন্য এভিন্স (Evince)
মাইএসকিউএল জিইউআই ফ্রন্টএন্ড হিসেবে এসকিউএল ইয়োগ (SQLYog)
আর কখনোই উইন্ডোজে ফেরা হবে না আমার 😀 – আফিফ (আমার ছেলে) ও ছোটবেলা থেকেই লিনাক্সেই কাজ করবে ইনশাল্লাহ।