মাঝে মাঝে খুবই ইচ্ছা করে হারিয়ে যেতে। কোনো কাজ করতে ভালো লাগে না, মনে হয় বেরিয়ে পড়ি যেদিকে চোখ যায় সেদিকে, কোনো ভাবাভাবি নেই, নেই কোনো পিছুটান।
একদিন ঠিকই বেরিয়ে পড়ব রাস্তায়, সবার সাথে ভাগ করে নেব অসীম এই পৃথিবীটা – মাঠে শুয়ে গুনব তারা। হয়ত কোনো পুকুরে লাফ দেব, যা ইচ্ছা তাই করব।
খুব ইচ্ছা করে, খুব।
বব ডিলান যেভাবে গাইছে – ঠিক সেভাবে
How does it feel
How does it feel
To be without a home
Like a complete unknown
Like a rolling stone?
How does it feel
How does it feel
To be on your own
With no direction home
Like a complete unknown
Like a rolling stone?