ব্যস্ততা আমাকে দেয়না অবসর

ঈদ নিয়ে গত কয়েকদি ধরে খুব ব্যস্ততা গেল। সবার জন্য কেনাকাটা, বেড়ানোর প্ল্যান আর নিজের কাজ ম্যানেজ করতে করতেই কেটে গেল এই কয়টা দিন। নতুন জিনিস নিয়ে পড়াশোনার সময় করে উঠতে পারলাম না। অনেক কিছু প্ল্যান করেছিলাম পড়ে শেষ করার।

ইদানীং ভাবছি লিংকডইনের মত বাংলা একটা ওয়েব অ্যাপ্লিকেশন বানালে কেমন ‌হয়। ভার্চুয়াল কিবোর্ডেরও একটা রিলিজ দেব সামনেই, সবার জন্য, এলজিপিএল।