একটা বই লেখার সবচেয়ে কঠিন কাজ হল “টেবিল অফ কনটেন্টস” লেখা। কিন্তু এটা ছাড়া বই শুরু করা যায় না। অনেকসময় এই টেবিল অফ কনটেন্টস লিখতেই চলে যায় কয়েক সপ্তাহ। এই টিওসি লিখতে গিয়েই অনেকে হাল ছেড়ে দেয়। কিন্তু একটু কষ্ট করে এটা লেখা হয়ে গেলে পুরো বইটা লেখাই অনেক সহজ হয়ে যায়। তখন আর বই লেখার মত কঠিন একটা কাজ কে আর কঠিন মনে হয় না তেমন
শুরু করাটাই সবচেয়ে কঠিন, কিন্তু একটু কষ্ট করে শুরু করে ফেললে এগিয়ে যাওয়াটা তুলনামূলকভাবে সহজ 🙂
সুতরাং কিছু করতে চাইলে শুরু করে ফেলুন। চোখ কান বুঁজে, কারো কথায় কান না দিয়ে, পুরোপুরি ফোকাস করে শুরু করে ফেলুন। দেখবেন, ভবিষ্যতে আপনি নিজেই নিজেকে অসংখ্যবার ধন্যবাদ দিবেন আজকের এই দিনটির জন্য।