ইচ্ছে হল এক ধরনের গংগা ফড়িং

ইচ্ছে হল এক ধরনের গংগা ফড়িং, আসলেই। অনেক দিনের শখ ছিল সমুদ্র দেখার। অবশ্য এর আগে একবার দেখেছি পতেংগাতে, কিন্তু রাতের বেলা মাত্র কয়েক ঘন্টার জন্য ওখানে ছিলাম, সো তেমন কিছুই দেখা হয়নি। এবার যাচ্ছি মা, আয়েশা আর আফিফ কে নিয়ে। বাবা থাকলে আরো মজা হত।

অনেক দিন পর শেষ পর্যন্ত সমুদ্র দেখতে যাচ্ছি, ইচ্ছেরা আসলেই গংগা ফড়িং