চায়ের কাপ হাতে প্রতিদিন ভাবি – জীবনটা ছাইমাখা আকাশের ছবি

আজ সারাদিন গুগল অথেনটিকেশন নিয়ে কাজ করতে হল। অবশ্য এখন মনে হচ্ছে পেরে যাব। আমার দরকার গুগল সেন্ট্রাল অথেনটিকেশন ব্যবহার করা, গুগলের অন্যান্য সার্ভিসগুলো থেকে ডাটা এক্সট্রাক্ট করার জন্য।

বাংলায় ব্লগিং করে অনেক মজা পাচ্ছি, নিজের মত করে নিজের কথা বলার চেয়ে মজা আর কি হতে পারে। আমার মোবাইল দিয়ে ইন্টারনেটের স্পিড মোটামুটি ভালই, কাজ চালানো যাচ্ছে আর কি।

বেশ কয়েকদিন ধরে ইচ্ছা করছে জাভাস্ক্রিপ্ট কুকবুক লেখার। মানে বইতে জাভাস্ক্রিপ্টের খুটিনাটি থাকবে, প্রবলেম সল্যুশন এ্যাপ্রোচে।

মাহবুব মুর্শেদ এবং অরুপ কামালের করা বাংলা ওয়েব টুলস খুব মজার। এককথায় দারুন। ইদানীং বাংলা ব্লগটাকে পুরোপুরি ইউনিকোড করে ফেলার চিন্তা করছি। দেখা যাক।