ইন্টেলিজেন্ট ওয়াইফাই

আমার ফোনের একটা ফিচার আমার খুবই ভালো লাগে – ইন্টেলিজেন্ট ওয়াইফাই। এর ফলে আমি বাসায়, বা অফিসে ঢুকলে (যেখানে আমি ট্রাস্টেড ওয়াইফাই নেটওয়ার্ক ইউজ করেছি আগে) অটোমেটিক আমার ওয়াইফাই অন হয়ে সেই লোকেশনের বেস্ট নেটওয়ার্ক এ কানেক্ট হয়ে যায়। আর অফিস বা বাসা থেকে বের হলে ওয়াইফাই অটোমেটিক্যালি শুধু ডিসকানেক্ট না বরং পুরোপুরি বন্ধ/অফ হয়ে যায়।