আবোলতাবোল

আজকে দিনটাই শুরু হল খুব খারাপ ভাবে, জঘন্য ভাবে, যা সারাদিনের কাজ করার ইচ্ছাটাই নষ্ট করে দেয়ার জন্য যথেষ্ট। প্রচন্ড মেজাজ খারাপ ছিল সারাদিন। মাঝে মাঝে ইচ্ছা করে সব কাজ ফেলে চলে যাই অনেক দুরে যেখানে কোন কাজ থাকবে না।

সামনে আবার তিনদিন ছুটি। এই তিনদিন পেজফ্লেক্সে কাজ করব। সামহোয়্যারইনে ইদানিং কাজ করা কমিয়ে দিয়েছি, উইকলি চারদিন কাজ করছি এখানে আর বাকি তিনদিন পেজফ্লেক্সে।

আমার বই এর কাজ ও প্রায় শেষ। হয়ত নভেম্বরেই রিলিজ হবে। দারুন একটা ব্যাপার হবে। গত কয়েকদিন ধরে বাংলা ব্লগের মডারেশন প্যানেল এর কাজ শেষ করলাম। অনেকদিন পরে একটু ইন্টারেস্টিং একটা কাজ করলাম।

আফিফের উপর দিয়ে গত কয়েকদিন খুব ধকল গেলো। বেচারা ভাইরাল জ্বরে বেশ সাফার করল। আমরা তো চিন্তায় একশেষ। আয়েশা বেচারাও অনেক ছুটোছুটি করল ওকে নিয়ে।

গল্প প্রজেক্টের কাজ আস্তে আস্তে ভালই আগাচ্ছে। প্রতিদিন স্বপ্ন দেখছি এটা নিয়ে। কবে যে রিলিজ দিতে পারব।