অসময়

সেই মনপ্রান খুলে গল্প করার দিন শেষ
শধু তাড়াহুড়ো করে যদি কিছু কথা বলে ফেলা যায়
সময় যা ছিল হাতে ছিল সবটাই শেষ
পড়ে আছে শুধু অজস্র অসময়

তাই বৃষ্টি নামলে পরে মন আর জুড়িয়ে যায় না
শুধু চাপচাপ কাদা প্যাচপ্যাচে সংশয়
কারো মুখে আর কোন মিষ্টি ‌হাসি মানায় না
তেতো হ‌য়ে গেছে সব হঠাৎ অসময়