আমি এই বছরের একদম শুরুতে আমার ল্যাপটপ থেকে উইন্ডোজের শেষ চিহ্নটিও মুছে ফেলেছি। বেশ অনেকদিন ম্যানড্রিভা ব্যবহার করার পর মনে হল অন্যকিছু ট্রাই করে দেখা যেতে পারে। উবুন্তু ইন্সটল করে আমি রীতিমত মুগ্ধ।দারুন ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস, ডেবিয়ানের শক্তিশালী প্যাকেজ ম্যানেজার এবং দারুন সব ওপেন সোর্স (এবং ক্লোজ সোর্সড) প্যাকেজের বদৌলতে একবারের জন্যও মনেই হয়নি যে উইন্ডোজে আর ফেরার দরকার আছে। এছাড়া উইন্ডোজে আমার খুবই ফেভারিট কয়েকটি সফটওয়্যার ছিল (সেগুলোও ফ্রি) যেগুলোর লিনাক্স পোর্ট আমি পাইনি – তাই ওয়াইন ইন্সটল করে নিয়েছি সেগুলো চালানোর জন্য। নিচে আমার ফেভারিট প্যাকেজ গুলোর একটা লিস্ট করলাম – কারো কাজে লাগতেও পারে।
ফটোশপের বিকল্প হিসেবে ব্যবহার করছি জিম্পশপ
ইলাস্ট্রেটরের বিকল্প ইংকস্কেপ
সিডি/ডিভিডি রাইট করার জন্য কেথ্রিবি (k3b)
ওপেন অফিস – আমার ওয়ার্ড প্রসেসিং, স্প্রেডশিট এবং প্রেজেন্টেশন তৈরীর কাজে
ফাইলজিলা আমার ভাল লাগে না – তাই এসএফটিপির জন্য ব্যবহার করি উইনএসসিপি (WinSCP) এবং সাধারন এফটিপির জন্য টোটাল কমান্ডার
ভিডিও দেখার কাজে ভিএলসি প্লেয়ার
গান শোনার জন্য রিদমবক্স
চ্যাট করার জন্য পিজিন
ব্রাউজার হিসেবে কি ইউজ করি তা কি আবার বলা লাগবে? অবশ্যই ফায়ারফক্স এবং অপেরা
ডাউনলোড অ্যাকসেলারেটর হিসেবে মাল্টিগেট (Multiget)
কোডলেখার জন্য জিনি (Geany), জেন্ড স্টুডিও, নেটবিনস এবং এসপিকেট আইডিই (SPket IDE)
ইংলিশ টু ইংলিশ ডিকশনারীর জন্য ইউজ করি জালিংগো (Jalingo)
পেজমেকার হিসেবে স্ক্রাইবাস
সিএইচএম (CHM) ফাইল পড়ার কাজে এক্সসিএইচএম (xCHM)
পিডিএফ ফাইল পড়ার জন্য এভিন্স (Evince)
মাইএসকিউএল জিইউআই ফ্রন্টএন্ড হিসেবে এসকিউএল ইয়োগ (SQLYog)
আর কখনোই উইন্ডোজে ফেরা হবে না আমার 😀 – আফিফ (আমার ছেলে) ও ছোটবেলা থেকেই লিনাক্সেই কাজ করবে ইনশাল্লাহ।
আমি ভিএমওয়্যারে লিনাক্স ব্যবহার করি। উইন্ডোজটা ছেড়ে দেয়া যাচ্ছে না কারন আমার ক্লায়েন্টদের বেশীর ভাগ এপ্লিকেশনই ডট নেটে করেছিলাম। কিছু করার নাই.. 🙁
তবে উবুন্তু জোস… ধন্যবাদ হাসিন ভাই… লিস্টিটার জন্য… উবুন্তু নিয়ে আরো লেখা চাই… 🙂
মা্ইক্রস্্ফট মনে হয় ্আর বেশিদিন টিকে থাকতে পারবেনা, দেখা যাক কে হয় নেক্্সট জেনরেশনের জায়ান্্ট ্:)
আপনি লিনাক্সে মনো আর মনোডেভলপ ট্রাই করে দেখতে পারেন, ত্রিভুজ ভাই।
মাশাল্লাহ! চালিয়ে যান। আফিফ যেন উইন্ডোজ না চেনে – কেবল ঘরের উইন্ডো ছাড়া!
ভাল কথা… আফিফ কেমন আছে? ফটুক দিয়া পোস্টান দেখি… 😀
মাস খানিক ধরে শুধু মাত্র উবুন্টু ব্যবহার করছি। বেশ ভালোই আছি। তবে ভাল ব্যন্ডঊইডের নেট কানেকশন না থাকলে উবুন্টুতে প্রথমে একটু সমস্যা হয় প্রয়োজনীয় সফ্টওয়ারগুলো ডাউনলোড করতে।
সব সময় ব্যবহার করার জন্য ঊবুন্টুই সবচেয়ে ভালো বলেই আমার কাছে মনে হয়। যদিও উবুন্টু ছাড়া ফেডরা ৪,৫,৬ ব্যবহার করেছি একাডেমিক পড়ালেখার কাছে।
হুমমম দেখি.. সময় করে সেটাপ দেবো.. থ্যাংকু.. 🙂
আপাতত MS SQL বাদ দিয়ে MySQL পিছনে সময় দিচ্ছি….
ডেক্সটপ এপ্লিকেশনের কাজ বাদ দেব ভাবছি.. পুরোপুরি ওয়েবে চলে আসার চেষ্টা করছি.. দোয়া করবেন হাসিন ভাই…..
@ত্রিভুজ
বেস্ট অব লাক
@মানচু
আসলেই উবুন্তু সবচেয়ে ভাল ডেস্কটপ ইউজারদের জন্য। অনেক আগে সুসিও খুব ভাল লাগত।
I’m sad to see the post. Hasin didn’t gave me any thanks on the post or anywhere else. Any ways, these things happens in life…
ওহ রাইট – আমাকে উইন্ডোজ থেকে লিনাক্সে পোর্ট করতে খুবই সাহায্য করেছে তিনবার মাইক্রোসফট এমভিপি অমি 😀
থেংকুশ আ লট
খুব ভাল লাগলো ।
হুমম…হাসিন ভাই এর কথায় “প্রলুব্ধ” হয়ে আমিও ইন্সটল করেছিলাম, কিন্তু আমার Dell Vostro 1500 এর জন্য কোন ড্রাইভার সে খুঁজে পেল না । পুরো একটা দিন দিলাম এর পিছনে, কিন্তু তাতেও সুরাহা হল না । বিরক্ত হয়ে দিলাম ফেলে উবুন্তু, ইন্সটল করলাম Fedora 8 – চমৎকার করে সে সব কিছু সামাল দিলো । তো উবুন্তু-ওয়ালাদের বলছি, যতো, “user-friendly” আপনারা বলেন, অতোটা সবসময় না ! (এই কমেন্ট এর জন্য আমার কপালে একগাদা মাইর রেজিস্টাড হলো) 🙂
I’m not easily impressed. . . but that’s irpmessnig me! 🙂
y5sakE gimtimkqlokd
@ইমরান
সবসময় যে সব ডিস্ট্রোতে সব লেটেস্ট ড্রাইভার বান্ডলড থাকবে সেটা কিন্তু না। উবুন্তু প্রপাইটারী ড্রাইভার গুলো রেসট্রিকটেড ড্রাইভার হিসেবে দেয়। তুমি আরেকবার ট্রাই করে দেখতে পারো। তাছাড়া নতুন যে উবুন্তু আসছে (হার্ডি হেরন) সেটা একবার ট্রাই করে দেখো।
ভালই তো শুরু করছেন। আমারে ইঙ্কেস্পেস আর জিম্পশপটা দিয়েন তো (উইন্ডোজ ভার্সন)। ট্রাই কইরা দেখি কতটা কাজ করা যায় উইন্ডোজে।
অামি ubuntu থেকে লিখলাম.
Congratulations,
I had ditched Windows last year, our whole company did and I am happy I did it. I too liked Ubunti but used Fedora Core instead of Ubuntu simply because it had support for RAID -1 on boot disk too, which I needed. Otherwise Ubuntu is an excellent distro.
I wanted to write in Bengali but don’t have the font for it.
ciao…
I have to avoid windows, plz pray for me.
লিনাক্স আমার favourite OS. কিন্তু কিছু software এর লিনাক্স counterpart পাওয়া যাচ্ছে না।
1. MATLAB: Octave বেশ কাজের কিন্তু Simulink সাপোর্ট এতে নেই.
2. PCB Express: এর কাছাকাছি কোন software এখনো দেখিনি।
3. Electronic Workbench: এটার জন্যও Windows ই একমাত্র ভরসা।
তাই Dual Boot রাখতে হচ্ছে।
But, MR. Hasin, when your child want to play NFS Most Wanted, then what will you do? At that time you’ve to move in windows right? If Microsoft wouldn’t develop windows today, you’ll not be a web developer.
@Bolod
You better stay with your windows, or look carefully what is happening outside? Ever heard of “Trans Gaming” or “Cedega” ? and FYI – if Linux community didnt build Linux – you will forever stay with your DOS – heh heh