ঈদ নিয়ে গত কয়েকদি ধরে খুব ব্যস্ততা গেল। সবার জন্য কেনাকাটা, বেড়ানোর প্ল্যান আর নিজের কাজ ম্যানেজ করতে করতেই কেটে গেল এই কয়টা দিন। নতুন জিনিস নিয়ে পড়াশোনার সময় করে উঠতে পারলাম না। অনেক কিছু প্ল্যান করেছিলাম পড়ে শেষ করার।
ইদানীং ভাবছি লিংকডইনের মত বাংলা একটা ওয়েব অ্যাপ্লিকেশন বানালে কেমন হয়। ভার্চুয়াল কিবোর্ডেরও একটা রিলিজ দেব সামনেই, সবার জন্য, এলজিপিএল।
Nice .
বাহ! বেশ চমৎকার হবে তাহলে… লিংকডইনের বাংলা ভার্সনের অপেক্ষায় রইলাম.. আমি প্রত্থম মেম্বার হইবার চাই :))
ইদানিং বাংলার প্রতি আপনার মনোযোগ বেড়ে গিয়েছে দেখা যায়.. মানে ব্লগেও বাংলা লিখতে শুরু করেছেন… হে হে
কিন্তু ভাই বাংলা ওয়েব বেজড চ্যাটের কি হল?
“গল্প” না কি জানি একটা কোডনেম দিয়েছিলেন
আহারে !!!! 🙁
Varry Good
হাসিন ভাই, আইডিয়া টা ভালো, আপনার এই উদ্যোগে স্বাগত জানাই। আমারও মনে হয় দুনিয়ার ছড়িয়ে থাকা বাংলাদেশী( বংশোদ্ভূত ) প্রোফেশনালদের এমন একটা কমন প্লাটফরম হলে খুব ভাল হয়। অবশ্য এস.কিউ এর জন্য http://www.sqabd.com/ আছে কিন্তু সার্বজনীন কোন সাইট আছে কিনা জানা নাই।
অপেক্ষায় থাকলাম….